• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট জেলায় করোনা রোগী ছাড়িয়ে গেল ৮ হাজার

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২০
সিলেট জেলায় করোনা রোগী ছাড়িয়ে গেল ৮ হাজার

যুগভেরী রিপোর্ট :::
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ শুক্রবার ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। শনাক্ত হওয়া সবাই সিলেট জেলার। তাদের নিয়ে জেলায় করোনাক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়িয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক নূরনবী আজাদ জুয়েল।
তিনি জানান, শাবির ল্যাবে ১৫০টি নমুনা গ্রহণ করা হয়। তন্মধ্যে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় সিলেট জেলার ১০ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
এ নিয়ে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ১১৯ জনে। তন্মধ্যে সিলেট জেলার ৮ হাজার ৯ জন, সুনামগঞ্জের ২৪৩৩ জন, মৌলভীবাজারের ১৮১১ এব হবিগঞ্জের ১৮৬৬ জন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন