• ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

বিকাশ প্রতারকরা সাংবাদিক বাবর হোসেনের ৪৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে

Daily Jugabheri
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৩
বিকাশ প্রতারকরা সাংবাদিক বাবর হোসেনের ৪৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে

সিলেটের সিনিয়র সাংবাদিক, সাপ্তাহিক বাংলার বারুদের নির্বাহী সম্পাদক ও দক্ষিণ সুরমা জার্নালিষ্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক বাবর হোসেনের বিকাশ একাউন্ট থেকে প্রতারকচক্র হাতিয়ে নিয়েছে ৪৫ হাজার টাকা।

এ ঘটনায় সাংবাদিক বাবর হোসেন দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরী করেছেন। সাধারণ ডায়েরী নং- ৪৬০, তারিখ- ০৮/১০/২০২৩ইং।

সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ করেন, ৭ অক্টোবর শনিবার তিনির ব্যবহৃত মোবাইল নাম্বারের বিকাশে অপরিচিত একটি নাম্বার থেকে ১৮শত টাকা আসে। ঐ টাকার মালিক পরিচয়ধারী প্রতারকচক্র টাকা ফেরত নেওয়ার জন্য ফোন দিয়ে কৌশলে মোবাইল হ্যাক করে বিকাশ থেকে ৪৫ হাজার টাকা নিয়ে যায়।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা(পিপিএম) জানান, প্রযুক্তির সহায়তায় প্রতারকদের ধরতে আমরা চেষ্ঠা অব্যাহত রাখবো। প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন