• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সরকারি করণের পর মদন মোহন কলেজের প্রথম অধ্যক্ষ মাহবুবুর রহমান

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৩
সরকারি করণের পর মদন মোহন কলেজের প্রথম অধ্যক্ষ মাহবুবুর রহমান

যুগভেরী ডেস্ক ::: সিলেট মদন মোহন কলেজকে সরকারীকরণের পর প্রথম অধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছে অধ্যাপক মাহবুবুর রহমান।

বুধবার ( ৮ নভেম্বর) তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।

মাহবুবুর রহমান ১৪ তম বিসিএস উত্তীর্ন হয়ে প্রভাষক হিসাবে যোগদান করেন। তিনি দীর্ঘদিন এমসি কলেজে শিক্ষকতা করেন। দার বাড়ি লক্ষীপুর জেলার সদর উপজেলায়।

নবনিযুক্ত অধ্যক্ষকে কলেজের উপাধ্যক্ষ সবর্বানী অর্জুন, শিক্ষক পর্ষদ সম্পাদক লে. মোঃ মনিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক জয়ন্ত দাশ সহ শিক্ষকবৃন্দ এবং বিএনসিসি, রোভার স্কাউটের সদস্যবৃন্দ স্বাগত জানান।

পরে অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এরপর তিনি শিক্ষক মিলনায়তনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিদের সাথে মতবিনিময় করেন।

কলেজ উপাধ্যক্ষ সবর্বানী অর্জুন এর সভাপতিত্বে ও শিক্ষক পর্ষদ সম্পাদক লে. মোঃ মনিরুল ইসলাম এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন জয়ন্ত দাশ।

শিক্ষক পর্ষদ, অফিস কর্মকর্তা, সহায়ক কর্মচারি, বিএনসিসি, রোভারস্কাউট নবনিযুক্ত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান।

সংবাদটি শেয়ার করুন