• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কুলাউড়ায় একাধিক ছিনতাই মামলার আসামি ফুল গ্রেপ্তার

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৩
কুলাউড়ায় একাধিক ছিনতাই মামলার আসামি ফুল গ্রেপ্তার

যুগভেরী ডেস্ক ::: কুলাউড়ায় একাধিক ছিনতাই ও চুরির মামলার অভিযুক্ত মোস্তাফিজুর রহমান ফুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার জয়চন্ডী বিজয়া সড়ক এলাকা থেকে ছিনতাইকারী ফুলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, থানার অফিসার্স ইনচার্জ মো. আব্দুছ ছালেকের নির্দেশনায় এএসআই নাজমুল হোসেন ও পুলিশ সদস্য মো. মোশাররফ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে মামলার পরওয়ানাভুক্ত আসামি মোস্তাফিজুর রহমান ফুলকে গ্রেপ্তার করতে অভিযান শুরু করে। বিজয়া সড়কে তার অবস্থান শনাক্ত করে সেখানে এএসআই নাজমুল হোসেন ও পুলিশ সদস্য মো. মোশাররফ হোসেন উপস্থিত হন। ফুল পুলিশের উপস্থিতি টেরপেয়ে সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ অবশেষে তাকে ধরতে সক্ষম হয়।

থানার অফিসার্স ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, একাধিক মামলার আসামি মোস্তাফিজুর রহমান ফুলের অবস্থান নিশ্চিত হয়ে কুলাউড়ার বিজয়া সড়ক এলাকায় অভিযান চালানো হয়। পুলিশ দেখে সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে ধরতে সক্ষম হয় পুলিশ।

সংবাদটি শেয়ার করুন