দৈনিক শ্যামল সিলেট পত্রিকার সম্পাদক মন্ডলির সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের মা ফাতেমা খানম (৯২) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শনিবার বেলা সাড়ে ১২টায় নগরীর বোরহানবাগস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে, দৈনিক শ্যামল সিলেট পত্রিকার সম্পাদক মন্ডলির সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের মা ফাতেমা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মেয়র মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি