যুগভেরী ডেস্ক ::: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল দুই-এক দিনের মধ্যেই ঘোষণা করা হবে বলে মঙ্গলবার জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রীয় বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, খাদ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নানা প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রধান অতিথির বক্তব্যে সরকারের পরিকল্পনা নিয়ে সরকারপ্রধান বলেন, ‘আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য স্থির করে আমরা রাষ্ট্র পরিচালনা করেছি বলেই একুশ সালের মধ্যে আমাদের নির্বাচনি ইশতেহার আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। সামনে আমাদের ৪১; ২০৪১। স্মার্ট বাংলাদেশ করতে হবে।
‘উন্নয়নশীল দেশ হিসেবে আমরা অনেক সুবিধা পাব। আবার অনেক ক্ষেত্রে যেহেতু স্বল্পোন্নত দেশের সুবিধাগুলি আমরা পাব না, কিন্তু উন্নয়নশীল দেশ হিসেবে সেই সুবিধাগুলি গ্রহণ করে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যাব, সেই পরিকল্পনা নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি।’
নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আমাদের নির্বাচনও ঘনিয়ে এসেছে। হয়তো দুই-এক দিনের মধ্যেই নির্বাচন কমিশন নির্বাচনি, মানে তারিখ, সময় (তফসিল) সেই ঘোষণা দেবে।’
এর আগে গত ৯ নভেম্বর জাতীয় নির্বাচনের তফসিলের নির্দিষ্ট কোনো তারিখ না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছিলেন, শিগগিরই ঘোষণা করা হবে তফসিল।
অন্য কমিশনারদের সঙ্গে নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘আমরা এটার ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিইনি। আমরা যেটা বলেছি যে, দ্রুত আমরা তফসিল ঘোষণা করব। কারণ সময় হয়ে গেছে।’