যুগভেরী ডেস্ক ::: সিলেট-১ আসনের বর্তমান সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এবারও দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি। তবে মোমেনের আসনে এবার দলীয় মনোনয়ন চেয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনও।
সোমবার (২০ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে জাকির হোসেনের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন সিলেট মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গোলাম সোবহান চৌধুরী দিপন।
সিলেট-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক জাকির হোসেন ।
এ আসনে ২০১৮ সালের নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন এ কে আব্দুল মোমেন । এর আগে তার বড় ভাই আবুল মাল আবদুল মুহিত দুই মেয়াদে এই আসনের সংসদ সদস্য ছিলেন এবং অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
সিলেট-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের পর অধ্যাপক জাকির হোসেন ফেসবুকে এ প্রসঙ্গে একটি স্ট্যাটাস দেন।
এতে তিনি লিখেন- ‘পবিত্র ভূমি, প্রকৃতি কন্যা প্রিয় সিলেটের সম্মানিত নাগরিকবৃন্দ সহ সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আসসালামু আলাইকুম ও আদাব।
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়েই বাংলার গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মী থেকে রাজনীতির বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে আজকে আমার এ অবস্থানে আসা। ইতিহাসের নির্মম ও কালো অধ্যায় হিসাবে চিহ্নিত ‘৭৫ এর পরবর্তী দুঃসময়ে বাংলাদেশ ছাত্রলীগ তথা মুজিব আদর্শের একজন কর্মী হিসাবে সিলেটের রাজপথে অবিচল থেকে যে রাজনৈতিক কর্মযাত্রার শুরু তা নিরবচ্ছিন্ন ভাবে কাজ করে যাওয়ার মধ্য দিয়ে যা আজ অবধি অব্যাহত আছে এবং থাকবে ইনশাআল্লাহ।
জাকির আরও লিখেন- ১৯৮১ সালে আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব নিয়ে দল এবং পরবর্তীতে দেশকে নেতৃত্বদানকারী মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসাবে সব সময় ছিলাম, আছি এবং আজীবন থাকবো ইনশাআল্লাহ। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ নিয়ে কাজ করার সুযোগ পেয়ে যে সম্মানিত হয়েছি তা শ্রদ্ধেয় সভানেত্রীর কাছ থেকেই প্রাপ্ত। আজকের প্রেক্ষাপটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন নং ২২৯ (সিলেট-১) এ আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সংসদ সদস্য পদপ্রত্যাশী প্রার্থী হিসাবে আওয়ামী লীগের মনোনয়ন পত্র জমা দিয়েছি, বাকি মহান আল্লাহতায়ালার পরম ইচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বিচক্ষণ সিদ্ধান্তে যিনি নৌকা মার্কার প্রার্থী হবেন, নিকট অতীতের মত আমি তারই একজন কর্মী হিসাবে নৌকাকে বিজয়ী করতে সবাইকে নিয়ে একযোগে কাজ করবো ইনশাআল্লাহ। পরম দয়াময়ের অশেষ দয়ায় মাননীয় সভানেত্রী যদি আমাকে প্রার্থী হিসাবে মনোনয়ন দান করেন, আমি তখন আপনাদের একজন কাছের মানুষ ও আপনজনের দাবী নিয়ে আপনাদের সর্বাত্মক সাহায্য সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি।পরিশেষে মহান আল্লাহতায়ালার কাছে সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় দোয়া করছি, আমীন।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা,
জয় হোক নৌকার।’
প্রসঙ্গত, সদ্য অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন অধ্যাপক জাকির হোসেন।