• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজার-২ আসনে নৌকা পেলেন নাদেল

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৩
মৌলভীবাজার-২ আসনে নৌকা পেলেন নাদেল

যুগভেরী ডেস্ক ::: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে নৌকা প্রতীকে পেয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল। রোববার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আসনের প্রার্থী হিসেবে নাদেলের নাম ঘোষণা করেন।
ওইদিন ৩০০ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল সোয়া ৪টার দিকে নাম ঘোষণা শুরু করেন তিনি। মৌলীভীবাজার-২ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর। গত নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী ধানের শীষ প্রতীকে নির্বাচিত হন তিনি। সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিনোদেল গত নির্বাচনেও এ আসনে মনোনয়ন চেয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন