
যুগভেরী ডেস্ক ::: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রর্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবার সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে ৩টিতেই নতুন মুখ নিয়ে আসা হয়েছে। পুরনোদের মধ্যে সুনামগঞ্জ ৫ আসন থেকে ৪ বারের এমপি মুহিবুর রহমান মানিক এবং সুনামগঞ্জ ৩ আসন থেকে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে রাখা হয়েছে। সুনামগঞ্জে যারা নতুন মনোনয়ন পেয়েছেন তারা হলেন— সুনামগঞ্জ-১ রনজিৎ সরকার, সুনামগঞ্জ-২ আবদুল্লাহ আল মাহমুদ চৌধুরী, সুনামগঞ্জ-৪ সাবেক পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।