• ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন পেলেন রনজিত সরকার

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৩
সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন পেলেন রনজিত সরকার

 যুগভেরী ডেস্ক ::: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রনজিত সরকার। রোববার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আসনের প্রার্থী হিসেবে রনজিতের নাম ঘোষণা করেন। ওইদিন ৩০০ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল সোয়া ৪টার দিকে নাম ঘোষণা শুরু করেন তিনি। সুনামগঞ্জ-১ আসনের বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। নানা বিতর্কে জড়ানো রতন এবার দলীয় মনোনয়ন পাননি। সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রনজিত সরকার দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ-১ আসনের রাজনীতিতে সক্রিয় রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন