• ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেট-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৪ প্রার্থী

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৩
সিলেট-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৪ প্রার্থী

যুগভেরী ডেস্ক ::: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিলেট-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন প্রার্থী। বৃহস্পতিবার দুপুরে (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) দুই উপজেলাসহ সিলেট জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা শেখ রাসেল হাসানের কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ, জাতীয় পার্টির চেয়ারপার্সনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ সেলিম উদ্দিন, তৃণমূল বিএনপির চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ার হোসেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সকল প্রার্থীর দলীয় ও নিজ বলয়ের অনুসারী নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন