• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রজব, ১৪৪৬ হিজরি

গোলাপগঞ্জে মালামালসহ ৬ ডাকাত গ্রেপ্তার

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৩
গোলাপগঞ্জে মালামালসহ ৬ ডাকাত গ্রেপ্তার

যুগভেরী ডেস্ক ::: গোলাপগঞ্জে ডাকাতির মালামাল সহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।  বুধবার বিকেল ৪টায় সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এই ৬ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির মালামাল, নগদ টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম একটি প্রেস ব্রিফিং করেন। এই প্রেস ব্রিফিং এ তিনি বলেন, বুধবার বিকেলে তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে এস আই পার্থ সারথি দাস, এস আই হাফিজুর রহমান সহ একদল পুলিশ সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই ৬ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি স্বর্নের আংটি একটি স্বর্নের লকেট সহ চেইন, রুপার ১টি চেইন, ২টি আংটি, ২টি নুপুর, ১টি ল্যাপটপ, একটি স্মার্ট মোবাইল ফোন, নগদ সাড়ে ৩২ হাজার টাকা সহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার ও একটি পিক আপ গাড়ি জব্দ করা হয়। তিনি আরো জানান, এই ডাকাত দল গত ১৯ অক্টোবর উপজেলার সদর ইউনিয়নের গোয়াসপুর গ্রামে দোলাল আহমদ নামের এক ব্যাক্তির বাড়িতে হানা দেয়। এই ঘটনায় মামলা হলে পুলিশ তদন্ত করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার, গোলাপগঞ্জ সার্কেল সুদিশ চন্দ্র দাস, পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার।

সংবাদটি শেয়ার করুন