• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

হানাদার মুক্ত দিবসে তাহিরপুরে রাজাকারদের প্রতীকী ফাঁসি

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২৩
হানাদার মুক্ত দিবসে তাহিরপুরে রাজাকারদের প্রতীকী ফাঁসি

যুগভেরী ডেস্ক ::: ১৯৭১ সালের ৪ ডিসেম্বর সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে রাজাকারদের প্রতীকী ফাঁসির বন্যার্ঢ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার(০৪ ডিসেম্বর) সকালে ১১টায় উপজেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে র‍্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তাহিরপুর পূর্ব বাজারে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। বীর মুক্তিযোদ্ধা আব্দুস শাহিদের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, ওসি মোহাম্মদ নাজিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, বীর মুক্তিযোদ্ধ আবুল হোসেন খাঁ, বীর মুক্তিযোদ্ধা রৌজ আলী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঘা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডা সভাপতি হাবিবুর রহমান খেলু, মুক্তিযোদ্ধা সন্তান এমকে ওয়াহিদ খসরু, বিল্লাল হোসাইন, এমদাদ নুর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন