জেলার শ্রীপুর উপজেলার গড়াই নদীতে গতকাল শনিবার বিকেলে ৫টায় অনুষ্ঠিত হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহি শেখ রাসেল নৌকাবাইচ প্রতিযোগিতা। উপজেলার চরচৌগাছী ঘসিয়াল এলাকার গড়াই নদীতে এ নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে হাজার হাজার লোকের সমাগম ঘটে। এ উপলক্ষে নদীর দুই পাড়ে বসে গ্রামীণ মেলা।
স্থানীয় ক্লাব ‘গড়াই শ্রীপুরের’ আয়োজনে এ নৌকাবাইচ প্রতিযোগিতায় শ্রীপুর, কুষ্টিয়া, রাজবাড়ি,ঝিনাইদহ ও ফরিদপুরের ১১টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় কুষ্টিয়া জেলার লালন শাহ নৌকা প্রথম, একই জেলার খোকসা উপজেলার তুফান নৌকা দ্বিতীয় ও সোনারতরী নৌকাটি তৃতীয় স্থান অধিকার করে। প্রতিযোগিতায় শেষে সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
উপজেলা আওয়ামীলীগ নেতা সোলাইমান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন,শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন কবির, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শাখারুল ইসলাম শাকিল, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন ও আয়োজক কমিটির প্রধান মো. লিটন বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান ধারাভাষ্যে ছিলেন প্রদ্যুৎ কুমার রায়।