• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নে অংশ নিন : শফিক চৌধুরী

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৩
নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নে অংশ নিন : শফিক চৌধুরী

সিলেট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে এতদূর এসেছি। আওয়ামী লীগ সরকার মানুষের কল্যাণের জন্য কাজ করে। সবসময় চিন্তাভাবনা করে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। তাই আগামী ৭ জানুয়ারি দলমত নির্বিশেষে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নে অংশ নিন। তিনি বলেন, জোটবদ্ধ রাজনীতির জন্য গত দুইবার মনোনয়ন পাইনি। দীর্ঘ ১০ বছর পর জননেত্রী শেখ হাসিনা আবারও আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। আপনারা আমাকে মহান জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেন। নির্বাচিত হলে বিশ্বনাথ-ওসমানীনগর বাসীকে কাঙ্ক্ষিত উন্নয়ন উপহার দিবো। আমার অভিজ্ঞতা, মেধা ও শ্রম দিয়ে এলাকার ভাগ্য উন্নয়নে কাজ করব। তিনি বুধবার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী ওসমানীনগর উপজেলার দয়ামীর ও তাজপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ ও পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন।

সংবাদটি শেয়ার করুন