• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে কৃতী শিক্ষার্থী ও অভিভাবক সংবর্ধনা

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৩
জগন্নাথপুরে কৃতী শিক্ষার্থী ও অভিভাবক সংবর্ধনা

যুগভেরী ডেস্ক ::: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঘোষগাঁও টুয়েন্টি টুয়েন্টি স্টার সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃতী শিক্ষার্থী ও অভিভাবকদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সংগঠনের সভাপতি মীর রমজান আলীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাদিকুর রহমানের পরিচালনায় সভার উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. তাহমিনা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ঘোষগাঁও গ্রামের বাসিন্দা জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তৌফিক আলী মিনার, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুদীপ ভট্টাচার্য, বর্তমান প্রধান শিক্ষক দিপালী চক্রবর্তী, সাংবাদিক জুয়েল আহমেদ, সংগঠনের উপদেষ্টা নজরুল ইসলাম, সমাজসেবী জিকরুল আলম, শ্রমিক নেতা আলী হোসেন প্রমুখ।

সভায় ১৮ জন কৃতী শিক্ষার্থীকে নগদ টাকা ও সম্মাননা স্মারক ক্রেস্ট এবং অভিভাবকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রসঙ্গত, যুক্তরাজ্য প্রবাসী মফিজ আলীসহ সংগঠনের উপদেষ্টাগণ কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সংবর্ধনার পৃষ্ঠপোষকতা করেন।

সংবাদটি শেয়ার করুন