• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জের বাসিন্দা ডিএমপি’র এডিসি জ্যোতির্ময় সরকার মারা গেছেন

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৪
সুনামগঞ্জের বাসিন্দা ডিএমপি’র এডিসি জ্যোতির্ময় সরকার মারা গেছেন

যুগভেরী ডেস্ক ::: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিবহন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জ্যোতির্ময় সরকার তপু মারা গেছেন। বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে তাকে অচেতন অবস্থায় রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে সূত্রে জানা গেছে, এডিসি জ্যোতির্ময় সরকার বুধবার রাত দুইটা পর্যন্ত দাপ্তরিক কাজ শেষে রাজধানীর বাংলামোটরের বাসায় যান। বৃহস্পতিবার সকালে তিনি অফিসে এসে দেহরক্ষীকে বলেন, শরীর ভালো নেই। পরে দুপুরে তিনি বিশ্রাম নেওয়ার কথা বলে বিশ্রামকক্ষে যান। এরপর অনেকক্ষণ হয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেহরক্ষী ও অন্যান্য কর্মকর্তারা তাকে বিশ্রামকক্ষে ডাকতে গিয়ে দেখেন তিনি মেঝেতে পড়ে আছেন। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জ্যোতির্ময়কে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন। জ্যোতির্ময় সরকার তপু ৩০তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। তিনি ১৯৮২ সালের ২৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানায়। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। সিলেট মেট্রোপলিটন পুলিশেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি। ৪১ বছর বয়সী জ্যোতির্ময় সরকারের স্ত্রী এবং ছয় বছরের এক ছেলে রয়েছে। তাঁর মৃত্যুতে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। তারা জ্যোতির্ময় সরকারের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন