যুগভেরী ডেস্ক ::: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে প্রায় এক লাখ ভোটে পরাজিত করলেন আলোচিত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। টানা দশ বছর সংসদ সদস্য ও পাঁচ বছর মেয়াদে মন্ত্রী পরিষদে থাকা এই নেতাকে পরাজিত করে সুমন আরও আলোচিত হলেন। রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে ৫ লাখ ১২ হাজার ৩০৮ জন ভোটারের মধ্যে ১৭৭টি কেন্দ্রে ভোট দেন ২ লাখ ৪৩ হাজার ৪৩৭ জন। এর মধ্যে মধ্যে ব্যারিস্টার সুমন ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে প্রতিমন্ত্রী মাহবুব আলী পেয়েছেন মাত্র ৬৯ হাজার ৫৪৩ ভোট। প্রয়োগ হওয়া ভোটের মধ্যে ২ হাজার ৭৬৮টি বাতিল হয়। অন্য ছয় প্রার্থী পেয়েছেন বাকী ২ হাজার ২৭টি ভোট। বেসরমারিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী আওয়ামী লীগের মনোনয়নে গত দুই নির্বাচনে এমপি হন। তিনি ও ব্যারিস্টার সুমন এবার আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে ছিলেন। তবে সুমন মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করেছেন। আর নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রতিমন্ত্রী মাহবুব আলী। নির্বাচনে প্রতীক বরাদ্দের দিন থেকেই তার জনপ্রিয়তা জেলাজুড়ে আলোচিত হয়।