• ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট-৩ (দক্ষিণ সুরমা–ফেঞ্চুগঞ্জ–বালাগঞ্জ) আসনে বিজয়ী  হাবিবুর রহমান হাবিব

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৪
সিলেট-৩ (দক্ষিণ সুরমা–ফেঞ্চুগঞ্জ–বালাগঞ্জ) আসনে বিজয়ী  হাবিবুর রহমান হাবিব

যুগভেরী ডেস্ক ::: সিলেট-৩ (দক্ষিণ সুরমা–ফেঞ্চুগঞ্জ–বালাগঞ্জ) আসনে মোট ১৫১টি কেন্দ্রের ফলাফল হাতে এসেছে। যেখানে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল। বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান প্রায় ৪৫ হাজার ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান পেয়েছেন ৮০ হাজার ৫৫ ভোট। এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল পেয়েছেন ৩৫ হাজার ৪০৫ ভোট। সিলেটের এই আসনে মোট ভোটার ৩ লাখ ৮৬ হাজার ৪১২ জন। যেখানে নারী ভোটার ১ লাখ ৯০ হাজার ২৬৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ১৪২ জন। সিলেট ৩ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছেন। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান পেয়েছেন নৌকা, জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান লাঙল, বাংলাদেশ ইসলামী ঐক্যফ্রন্টের প্রার্থী শেখ জাহেদুর রহমান (মাসুম) মোমবাতি প্রতিক, ইসলামী ঐক্যাজোটের প্রার্থী মো.মইনুল ইসলাম মিনার, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র প্রার্থী আনোয়ার হোসেন আফরোজ আম এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল পেয়েছেন ট্রাক্টর প্রতীক।

সংবাদটি শেয়ার করুন