• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

মাধবপুরে পল্লী চিকিৎসক হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৪
মাধবপুরে পল্লী চিকিৎসক হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

যুগভেরী ডেস্ক ::: হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডুবা গ্রামের পল্লী চিকিৎসক সুভাষ পাল হত্যা মামলার প্রধান আসামি শ্রীবাস চন্দ্র পালকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে মাধবপুর থানার এসআই মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের পতেঙ্গা থেকে স্থানীয় পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করেন।  গ্রেপ্তার শ্রীবাস চন্দ্র পাল উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডুবা গ্রামের মৃত জয়চন্দ্র পালের পুত্র।  উল্লেখ্য, পৈত্রিক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জেরে গত ১২ জানুয়ারি সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের মৃত জয়চন্দ্র পালের বড় ছেলে ডা. সুভাষ পাল, শ্রীবাস চন্দ্র পাল ও সুমিত পালের পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে সুভাষ পাল মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেন।  শুক্রবার বিকেল সাড়ে চারটায় মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম খান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিকে কিছুক্ষণ আগে চট্টগ্রাম থেকে নিয়ে আসা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন