• ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

একদল স্বপ্নবাজ তরুণীর কথা…..

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২০
একদল স্বপ্নবাজ তরুণীর কথা…..
আশরাফ আহমেদ :: হেমন্তের প্রথম  দিকটার আকাশে চলছে ঘোলাটে সব মেঘের খেলা। খানিকটা ঝড় হবে মনে হয়, তাই বলে কি আটকে যাবে মানব জীবনের দুঃসাহসিক যাপন।  ঠিক  সকাল ৮ টা,দিরাই উপজেলার ভাঙ্গাডহর গ্রাম থেকে  নৌকা ছেড়ে দেয় দিরাই বাজারের  উদ্দেশে। উত্তাল ভরাম হাওরের দানবরুপি ঢেউয়ের ফাঁক দিয়ে এগিয়ে যাচ্ছে মাঝারি ধরনের একটি ছোট্ট  নৌকা। বিশালাকৃতির ভরামের সাথে প্রাণপণ যুদ্ধ শেষে প্রায় আধ ঘণ্টা পর নৌকা ভিড়ল আপন মঞ্জিলে। নৌকা থেকে উঠে আসা হাওর পাড়ের  মানুষের দলটি ছুটে চলছে দিরাই বাজারে দিকে। তাদের সাথে থাকা লিজা নামের মেয়েটিও চলছে নিজ গন্তব্যে। নৌকা থেকে প্রায় ১ ঘণ্টা পায়ে হেটে মেয়েটি পৌঁছে তার আপন ঠিকানা দিরাই স্টেডিয়ামে  ৷ সেখানে তার মতো আরও প্রায় শ’খানেক মেয়ে আছে। যারা লিজার মতোই বিভিন্ন  হাওর আর ভাঙাছোড়া রাস্তা  পাড়ি দিয়ে এখানে এসেছে। উদ্দেশ্য ফুটবল খেলা।
 এতো রক্ষনশীল একটা এলাকার মেয়েরা ফুটবল খেলবে! প্রথমে খটকা লাগাটাই স্বাভাবিক। তবে লিজাদের বেলায় কথাটা আজ পাক্কা সত্যিতেই রুপ নিয়েছে।
বর্ণনা করছিলাম, ভাটির দেশ সুনামগঞ্জের দিরাই উপজেলার স্বপ্নচূড়া এফসি স্পোর্টিং  ক্লাবে ফুটবল খেলা একদল স্বপ্নবাজ তরুণীর কথা। ভাটির এই অবহেলিত  প্রত্যন্ত অঞ্চলে গড়ে উঠেছে মেয়েদের ফুটবল ক্লাব। সামাজিক নানা বাঁধা বিপত্তি মাড়িয়ে ক্লাবটিতে এখন ৮০ জনের মতো কিশোরী ফুটবল খেলছে।  প্রতিদিন যারা জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যন্ত এলাকার হাওরগুলো  নৌকায় ভেসে পাড়ি দিয়ে এক হয় দিরাই উপজেলার স্টেডিয়ামটিতে। রোদ বৃষ্টি যাইহোক, সবকিছু চাপিয়ে  করতে থাকে ফুটবলের কঠোর অনুশীলন।
সামাজিকতা আর রক্ষণশীলতার দোহাই দিয়ে মেয়েদেরকে ঘরে আটকে রাখার দিনটা যে ফুড়িয়ে গেছে, তারই জলন্ত উদাহারণ, হাওর পাড়ের এইসব মেয়েরা। স্বপ্নচোড়ার ডাকে সাড়া দিয়ে ভাটির মেয়েরা আজ ছুটে চলছে সফলতার সোনালি মঞ্চের দিকে। একসময় কোনঠাসা করে রাখা আত্মীয় কিংবা পাড়া প্রতিবেশীরাও এখন তাদেরকে দিয়ে যাচ্ছেন এগিয়ে যাওয়ার একবুক সাহস। লিজারা আজ কারো বোঝা নয়, অনেকের কাছেই অহংকারের পাত্র।
 যার নেপত্যে কাজ করছে স্বপ্নচূড়ার সাহসী এক যুবক৷
রাকিব আহমেদ। ভাটির দেশ দিরাইয়ের ভাটিপাড়া গ্রামে জন্ম নেয়া রাকিবের স্বপ্ন ছিল ভাল মানের একজন ফুটবলার হবে। খেলবে জাতীয় দলের একজন খেলোয়াড়  হিসেবে।  নিজের স্বপ্নের সাথে পূরণ করবে দেশেরও স্বপ্ন। কিন্তু ইনজুরি আর নানা জটিলতার বেড়াজালে আটকে যায় রাকিবের সেই রঙিন স্বপ্ন।
 কিন্তু অদম্য রাকিব থেমে যায় নি। চকচকে শহর ছেড়ে চলে আসে হাওর পাড়ের অবহেলিত জনপদে। পিছিয়ে পড়া ভাটির মেয়েদের দিয়েই নিজের স্বপ্নকে পূর্ণ করার ঐকান্তিক মানসের দরুন গড়ে তুলে স্বপ্নচূূড়া নামে একটি ব্যতিক্রমী ফুটবল ক্লাবের।যেখানে শুধুমাত্র মেয়েদের  নিয়ে কাজ করা হবে।
একে তো রক্ষণশীল একটি এলাকা, যেখানে বিভিন্ন ধর্মীয় ও সামাজিকতার দোহাই দিয়ে মেয়েদের ঘর থেকে বের হতেই দেওয়া হয় না। তারওপর গ্রাম্য সব কোনঠাসার রাজনীতি তো আছেই ।এমন বৈপরীত পরিস্থিতিতে মেয়েদের মাঠে এসে ফুটবল খেলা তো কল্পনা ছাড়া কিছুই না। রক্ষণশীল এলাকাটিতে  একটা সময় যেগুলো ভাবাই যেত না, সেই ভাবনাগুলো আজ তাদের বাস্তবরুপে কাজ করছে।
  কথা বললে রাকিব জানান, রক্ষণশীল এলাকা তো, যেকারণে  প্রথম দিকে অনেক বাঁধা বিপত্তি পোহাঁতে হচ্ছে । তারপরও দমে যাই নি । শুরু করি কাজ। গ্রামে গ্রামে গিয়ে অভিভাবকদের বুঝাতে থাকি। একটা সময়, মানুষের ধারণা পাল্টাতে শুরু করে। মেয়েরা আসতে থাকে  ফুটবল ক্লাবে। মাত্র ৯ জন মেয়ে নিয়ে শুরু করা রাকিবের স্বপ্নচূড়ায় এখন প্রায় শতাধিক মেয়ে ফুটবল খেলে।নিয়মিত অনুশীলন করা ও, দেশের বিভিন্ন স্থানে ফুটবল খেলতে যাওয়া সহ বিভিন্ন কারণে অনেক টাকার দরকার হয় জানিয়ে রাকিব বলেন, মাঝে মধ্যে দুএকজন প্রবাসী ও হৃদয়বান কিছু ব্যক্তির অনুদানে কোনরকম  চলে। স্বপ্নচোড়ার মেয়েদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে সমাজের বিত্তশালী সহ সরকারের সুদৃষ্টি কামনা করেন রাকিব।
 ২০১৯ সালে প্রতিষ্ঠিত হওয়া ক্লাবটি এরই মধ্যে নিজেদেরকে জানান দিয়ে যাচ্ছে, স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত।ক্লাবের কিশোরীরা দেশের বিভিন্ন জেলায় ও উপজেলায় সাহসিকতার সাথে  নিয়মিত  খেলে যাচ্ছে। চিনিয়ে নিয়ে আসছে একেরপর এক গৌরবগাঁথা বিজয়।
 প্রতিষ্ঠার এক বছরের  মধ্যেই ‘ আয়েশা, পূর্ণিমা, পলি, একা, মৌ ও জুবলী বেগম’নামে ক্লাবটির ছয় কিশোরী দেশের  জাতীয় ফুটবল লিগে অংশ নিয়েছে।এবছরের প্রথমদিকে বাংলাদেশ মহিলা ফুটবল প্রিমিয়ার লিগে অংশ নেওয়ার জন্য সপ্তম দল হিসেবেও তালিকাভুক্ত হয়েছিল স্বপ্নচূয়ড়া।
শুধু তাই নয়,স্বপ্নচোড়া  এফসি’র মেয়েদের ফুটবলের আওয়াজ পৌঁছে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। গত কিছুদিন আগে বিশ্ব ফুটবলের সর্বোচ্ছ নিয়ন্ত্রক সংস্থা ফিফার নজরে আশে স্বপ্নচূড়ার নৈপূন্যের কথা। এনিয়ে ফিফার অফিসিয়াল টুইটার এ্যাকাউন্ট(ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপ)  থেকে একটি পোস্ট হয় করা হয়। যেখানে একটি ভিডিও এর পাশাপাশি  ফিফা লিখে”এ গ্রহে ফুটবল হচ্ছে বৈশ্বিক ভাষা। বৃষ্টির মৌসুমে বিভিন্ন  কারণে প্রায়ই সমস্যা দেখা দেয়।এই মেয়েরা (স্বপ্নচূড়া) প্রায়ই সমালোচনার শিকার হয়।কিন্তু তারা লক্ষ্যে অবিচল।৬ কিলোমিটার দূর থেকে নৌকায় এসে অনুশীলন করে ওরা”।  বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এমন অনুপ্রেরণামূলক সাড়ায় ব্যাপক আনন্দিত স্বপ্নচোড়ার মেয়েরা।
স্বপ্নচোড়ার প্রতিষ্ঠাতা রাকিব আহমেদ জানান, অবহেলিত একটা অঞ্চলে গড়ে ওঠা মেয়েদের ফুটবল দলটি ফিফার নজর কাড়বে  ভাবতেই পারিনি। সত্যিই অনেক ভাল লাগছে।একদিন এই মেয়েরা দেশের হয়ে ফিফার ওয়ার্ল্ড কাপে খেলবে, প্রত্যাশা রেখে রাকিব বলেন, ভাটির এই কিশোরীরাই একদিন বিশ্ব জয়ের হাসিতে মাতবে।
সংবাদটি শেয়ার করুন