• ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে বাসচাপায় ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৬ পুলিশ সদস্য আহত

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৪
সিলেটে বাসচাপায় ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৬ পুলিশ সদস্য আহত

যুগভেরী ডেস্ক ::: সিলেটে পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে বাসচাপায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিসিসহ পাঁচ কর্মকর্তা ও এক সদস্য গুরুতর আহত হয়েছেন।  এই ঘটনায় বাসচালক পালিয়ে গেলেও বাসের সুপারভাইজারকে আটক করেছে পুলিশ।  বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  আহতরা হলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপকমিশনার সাদেক কাওসার দস্তগীর, বিমানবন্দর থানার সহকারী কমিশনার (এসি) জহুরুল ইসলাম, বিমানবন্দর থানার ওসি এসএম নুনু মিয়া, এএসআই রেজাউল করিম ও গাড়িচালক নায়েক হাবিবুর রহমান।  সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার জাকির হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম ভোরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের তেমুখী সড়কে চৌকি বসিয়ে গাড়ি তল্লাশি করছিল। এ সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা রিয়েল কোচ নামে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মকর্তাদের চাপা দেয়। এতে ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ছয় পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।  তিনি আরও বলেন, গুরুতর আহত উপকমিশনার আজবাহার আলী শেখকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে ডাক্তাররা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসের সুপারভাইজার ও বাসটি আটক করা হয়েছে। এ সময় পুলিশের একটি ভ্যানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন