সৈয়দ আব্দুল মান্নান বাহুবল হবিগঞ্জ থেকে।: হবিগঞ্জের বাহুবল উপজেলা ইউএনও ও ভুমি অফিসের কর্মচারীরা সারাদেশের ন্যায় ১১ থেকে ১৬ গ্রেডে পদবী পরিবর্তন সহ গ্রেডে উন্নীত করার দাবিতে কর্মসূচি পালন করছেন। এ কর্মসূচির অংশ হিসেবে ১৭ নভেম্বর ওই অফিসের কর্মচারীরা পুর্নদিবস কর্মবিরতি পালন করেছে। কর্মচারীরা উপজেলা পরিষদের সামনে কর্মসূচি পালন করে। এ অংশ নেন উপজেলা নির্বাহী অফিসের সিএ আব্দুল মুকিত আল মামুন, অফিস সহকারী মোহাম্মদ আলী, নাজীর আব্দুন নুর,উপজেলা ভুমি অফিসের প্রধান সহকারী মানিক চন্দ্র কর,সহকারী যোগমায়া দেব প্রমুখ।