• ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সাবেক ছাত্রদল নেতার বাড়ীতে পুলিশী তল্লাশী : আসবাবপত্র ভাংচুর

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ৯, ২০২৪
সাবেক ছাত্রদল নেতার বাড়ীতে পুলিশী তল্লাশী : আসবাবপত্র ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, জগন্নাথপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের জগন্নাথপুরে সাবেক এক ছাত্রদল নেতার বাড়ীতে পুলিশী তল্লাশীর নামে ঘরের আসবাবপত্র ভাংচুরের অভিযোগ উঠছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে জগন্নাথপুর উপজেলার বাউধরনের বেরী গ্রামের মো: আব্দুল আহাদের পুত্র যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন সাকিবের বাড়ীতে এই ঘটনা ঘটে। এ সময় পুলিশ কর্তৃক পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও হয়রানী করা হয়েছে বলেও অভিযোগ উঠছে।

সরকার বিরোধী প্রচারণার অভিযোগে সম্প্রতি তার বিরুদ্ধে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জগন্নাথপুর উপজেলার বাউধরনের বেরী গ্রামের সাবেক ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন সাকিব কয়েক বছর থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখানে থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের নানা সমালোচনা করছেন। এর জের ধরে গত ১৮ ফেব্রুয়ারী সিলেটের সাইবার ট্রাইব্যুনালে পিনাকী ভট্টাচার্য্যসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শাহরিয়ার হোসেন সাকিব উক্ত মামলার ২নং আসামী। আদালত মামলাটি আমলে নিয়ে দ্রুত রিপোর্ট দাখিল করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। এর প্রেক্ষিতেই জগন্নাথপুর থানা পুলিশ তার বাড়ীতে এ অভিযান চালায়।

স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে জগন্নাথপুর থানা পুলিশের একটি টীম সাবেক ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন সাকিবের বাড়ীতে তল্লাশী চালাতে যায়। পুলিশ দেখে পরিবারের সদস্যরা ভয়ে লুকিয়ে পড়েন। কিন্তু পুলিশ বাড়ীর দরজায় ডাকাডাকি শুরু করে। দরজা খুলে না দিলে পুলিশ দরজা ভেঙ্গে ঘরে ঢুকতে চাইলে পরিবারের নারী সদস্যরা দরজা খুলে দিতে বাধ্য হন। ঘরে ঢুকেই পুলিশ নারী সদস্যদের অকথ্য বাসায় গালাগালি এবং ভয়ভীতি প্রদর্শন করে। এসময় তারা ঘরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র ভাংচুর করে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি বলেন, সিলেটের সাইবার ট্রাইব্যুনালে মামলা হওয়ায় তদন্ত করতে পুলিশ এক আসামীর বাড়ীতে গিয়েছিল। তবে ভয়ভীতি প্রদর্শন ও আসবাবপত্র ভাংচুরের খবরটি সত্য নয়।

সংবাদটি শেয়ার করুন