যুগভেরী ডেস্ক :::
সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রদল কর্মী নাহিয়ানকে দেখতে গেলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম। গতকাল ২৯/০৯/২০১৯ইং সন্ধ্যায় শাহপরান (রঃ) থানার খাদিমপাড়া ইউনিয়নের কল্লগ্রামের নাহিয়ানের নিজ বাসায় উপস্থিত হন আবুল কাহের শামীমসহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম সাংবাদিকদের জানান আওয়ামী লীগের মদদপূষ্ট সন্ত্রাসীদের এ ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। উল্লেখ্য গত ২৫/০৯/২০১৯ইং বন্দরবাজার এলাকার মধুবন সুপার মার্কেটের সামনে আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ক্যাডাররা পিটিয়ে আহত করে সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদারের ছেলে জেলা ছাত্রদল কর্মী নাহিয়ানকে।