• ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

Daily Jugabheri
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২০
প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

জৈন্তাপুর প্রতিনিধি :  করোনা ভাইরাসের কারনে শুধু কোম্পানীতে কর্মরত প্রায় ১২ হাজার কাতার প্রবাসী বাংলাদেশে আটকা পড়ে আছেন। রি-এন্ট্রি পারমিট জটিলতায় এই প্রবাসীরা দীর্ঘ ৯ মাস যাবৎ বাংলাদেশ থেকে কাতার যেতে পারছেন না। প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান।
বৈদেশিক রিজার্ভ’র প্রধান মাধ্যম প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা শত কষ্ট আর ঝুকি নিয়ে কাজ করে অর্জিত টাকা দেশে রেমিটেন্সের মাধ্যমে প্রেরণ করে থাকে। অথচ বর্তমানে অনেক প্রবাসী বিভিন্ন সমস্যার কারনে দীর্ঘদিন থেকে বাংলাদেশে আটকা পড়ে আছেন, ফলে তাদের পরিবার অনাহারে- অর্ধাহারে দিনযাপন করছেন। দেশের অর্থনীতির চালিকা শক্তি এই রেমিটেন্স যোদ্ধাদের দূর্দশা লাগবে সরকারী সহায়তা অত্যন্ত জরুরী। বাংলাদেশ করোনা ভাইরাসে আত্রুান্ত হওয়ার কিছু দিন পূর্বে কাতারের বিভিন্ন প্রাইভেট কোম্পানীতে কর্মরত প্রায় ১২ হাজারেরও অধিক প্রবাসী কর্মী বাংলাদেশে ছুটিতে আসে। পরবর্তীতে রি-এন্ট্রি পারমিট জটিলতায় তারা এখন পর্যন্ত কাতারে ফেরত যেতে পারছেন না। বিষয়টি কূটনৈতিক প্রত্রিুয়ায় দ্রুত সমাধানের লক্ষ্যে বাংলাদেশে অবস্থারত প্রবাসীরা গত ২৮ অক্টোবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। বুধবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউজে স্মারকলিপি প্রদানকালে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেন আমি বিষয়টা আগে অবগত ছিলাম না। আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম, তাই যত দ্রুত সম্ভব আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব।

সংবাদটি শেয়ার করুন