• ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই জিলকদ, ১৪৪৫ হিজরি

‘ছাতক ফোরাম, সিলেট’ নামে সংগঠনের আত্মপ্রকাশ

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ৯, ২০২০
‘ছাতক ফোরাম, সিলেট’ নামে সংগঠনের আত্মপ্রকাশ

যুগভেরী ডেস্ক :::
সিলেটে বসবাসরত ছাতকের বাসিন্দাদের নিয়ে ‘ছাতক ফোরাম, সিলেট’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। শনিবার সন্ধ্যায় নগরীর বড়বাজার ১০নং বাসায় সংগঠনের নির্ধারিত অস্থায়ী কার্যালয়ে এক সভার মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া হয়।সংগঠন গঠনের লক্ষে গঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব ব্যবসায়ী হাফিজ আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মো. ওয়াহিদুল হক, জাউয়া বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবদুল গফফার, এনজেএল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম তালুকদার, ব্যবসায়ী আরিফ খান, আবু তাহের, মো. শাহ আলম, আবু হুরায়রা ছুরত, মো. সাইফুল আলম, রফিক আহমদ চৌধুরী, মিজানুর রহমান জাবেদ, আলী আজাদ, নাজমুল হোসেন, মো. বাহাউদ্দিন নোমান, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার অঞ্জন দেবনাথ, ব্যবসায়ী হোসাইন আহমদ তালুকদার, রোটারিয়ান মুন্না আহমদ, সাংবাদিক মারুফ আহমদ, শোয়েব মাহমুদ প্রমুখ।
ছাতকের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কিংবা কোনো ধরনের অনিয়মে এ সংগঠন কণ্ঠস্বর হিসেবে কাজ করবে বলে জানান বক্তারা।
বক্তারা বলেন, ব্যবসা কিংবা চাকুরির সুবাদে ছাতকের অনেকে সিলেট শহরে বসবাস করেন। তারপরও তারা ছাতকের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিচালনা কিংবা আদায়ে এবং অনিয়মের প্রতিবাদে ভূমিকা রাখতে আগ্রহী। তাদেরকে নিয়েই এ সংগঠন গঠিত হয়েছে। সংগঠনটি তার স্বকীয়তা বজায় রেখে দীর্ঘকাল কাজ করে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
এছাড়াও এ সভা থেকে সদস্য গ্রহণের মাধ্যমে সংগঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন