• ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে কানাইঘাটে গুরুত্বপূর্ণ সড়কের অংশের কাজ শুরু

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২০
১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে কানাইঘাটে গুরুত্বপূর্ণ সড়কের অংশের কাজ শুরু

নিজস্ব সংবাদদাতা, কানাইঘাট :::
কানাইঘাট পৌরসভার মুশাহিদ (র.) সেতুর নন্দিরাই বাইপাস হইতে থানা পর্যন্ত সড়কের মেরামতের কাজের শুভ সূচনা করা হয়েছে। শনিবার বিকেল ২টায় এলজিইউডির অর্থায়নে ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে সড়ক মেরামত কাজের সূচনা করেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, পৌর মেয়র নিজাম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল ইসলাম হারুন, পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর বিলাল আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, কাজের ঠিকাদার মরতুজা আহমদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা আসাদ আহমদ পৌর ছাত্রলীগের সভাপতি নোমান আহমদ রুমান, কৃষকলীগ নেতা আলমাছ উদ্দিন প্রমুখ। পৌর শহরের জনগুরুত্বপূর্ণ নন্দিরাই বাইপাস হইতে থানা পর্যন্ত সড়কের অংশ মাস পূর্বে পাথরবাহী ভারী যানবাহন চলাচল সহ সড়কের বিভিন্ন অংশে জলাবদ্ধতার কারনে বড় বড় গর্ত সহ পিচ উঠে গিয়ে যান চলাচল বন্ধ সহ জন সাধারনের যাতায়াতে চরম দূর্ভোগ পোহাতে হয়। সড়কের উক্ত অংশ সংস্কার করে যান চলাচল সহ জনসাধারনের যাতায়াত সুগম করার জন্য এলাকাবাসী সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়ে আসছিলেন। জানা গেছে স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ হাফিজ আহমদ মজুমদারের প্রচেষ্টায় এলজিইডি সড়কের ভাঙ্গা অংশে মেরামতের জন্য ১ কোটি ২৫ লক্ষ টাকা বরাদ্ধ দেওয়ার পর গতকাল থেকে রাস্তার মেরামতের কাজ শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন