কানাইঘাট প্রতিনিধিঃ
প্রতিপক্ষের লোকজনের হাতে নির্মম হত্যাকান্ডের স্বীকার কানাইঘাট উপজেলার লোহাজুরী গ্রামের নজরুল ইসলাম নজুর হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও আসামীদের গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেল ৪টায় লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি’র লোহাজুরী বাজারে ইউনিয়নবাসীর ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়। স্থানীয় ইউপি সদস্য আবুল কালামের সভাপতিত্বে ও মীম সালমানের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির চেয়ারম্যান ডাঃ ফয়াজ উদ্দিন। বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ফয়ছল আহমদ, যুবনেতা নাজিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য মস্তাক আহমদ, তারেক আহমদ চৌধুরী, সাংবাদিক আব্দুর রব, জাহাঙ্গীর আলম, জাকারিয়া সিদ্দিকী লিটন, মাওলানা আজিজুর রহমান, মাওলানা নুর উদ্দিন, নিহত নজু মিয়ার ছোট ছেলে জাকির হোসেন, মাওলানা আব্দুস শহিদ, মাওলানা কামরুল ইসলাম, হাফিজ মিনহাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, জাকারিয়া আহমদ প্রমুখ। এসময় বক্তারা বলেন, লক্ষীপ্রসাদপূর্ব ইউপির ৩নং ওয়ার্ডে গত কয়েক বছর ধরে একটি অপরাধী চক্র খুন-খারাবী সহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ড করে যাচ্ছে। এ চক্রের হাতে সর্বশেষ গত ৭ নভেম্বর এরালীগুল গ্রামের মুরব্বী নজরুল ইসলাম নজু (৫৫) নির্মম হত্যান্ডের শিকার হয়েছেন। কানাইঘাট থানা পুলিশ নজু হত্যার মামলার ৪ আসামীকে গ্রেফতার করায় থানা পুলিশের প্রতি বক্তারা কৃতজ্ঞতা জানিয়ে মামলার অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। আসামীদের তথ্য দেওয়ার জন্য এলাকার সবাইকে সজাগ থেকে পুলিশকে খবর দেওয়ার জন্য প্রতিবাদ সভা থেকে আহ্বান জানানো হয় এবং হত্যা সহ যে কোন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধে এলাকার সবাইকে সৌচ্চার থাকার আহ্বান জানানো হয়।