• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

গোলাপগঞ্জে কোচিং সেন্টারকে জরিমানা 

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২২
গোলাপগঞ্জে কোচিং সেন্টারকে জরিমানা 

গোলাপগঞ্জে সরকারি বিধিনিষেধ অমান্য করে কোচিং সেন্টার খুলা রাখার দায়ে একটি কোচিং সেন্টারকে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পৌর শহরের মার্ভেলাস টাওয়ারের অরভিট কোচিং একাডেমিকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নের্তৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিত চৌধুরী। এসময় তাকে সহযোগিতা করে গোলাপগঞ্জ মডেল থানার এসআই মোফাখখারুল ইসলাম সহ একদল পুলিশ।

জানা যায়, এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য গত ৩ নভেম্বর থেকে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় এই নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার খুলা রেখেছিল পৌর শহরের অরভিট কোচিং একাডেমি । এজন্য এ অভিযান পরিচালনা করে এই কোচিং একাডেমিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

সেই সাথে আগামী ১৫ ডিসেম্বরের আগে কোচিং সেন্টার পরিচালনা করতে পারবে না বলে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিত চৌধুরী বলেন, সরকারি বিধিনিষেধ যারাই অমান্য করবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন