• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রজব, ১৪৪৬ হিজরি

বন্দরবাজার থেকে সাংবাদিক এনামুলের মোবাইল ফোন চুরি

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৩
বন্দরবাজার থেকে সাংবাদিক এনামুলের মোবাইল ফোন চুরি

সিলেট জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সিলেট প্রতিদিন ২৪ ডটকম পোর্টালের বার্তা সম্পাদক এনামুল কবীরের ব্যবহৃত মোবাইল ফোন চুরি হয়েছে।
বুধবার ( ২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে তিনি বন্দরবাজার হাসান মার্কেটের ১নং গেইটের সামনে রিকশা খুঁজার সময় জটলার মধ্যে পড়েন। এরপর তার পকেটে হাত দিয়ে দেখেন ওয়াল্টন প্রিমো এনএক্স-৬ মডেলের মোবাইল ফোনটি নেই।
তাৎক্ষণিকভাবে ফোনটি পেতে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। পরে কোতোয়ালী মডেল থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই সাজেদুল করিমকে মৌখিকভাবে অবগত করেন।
এ ব্যাপারে রাত ৯টার দিকে তিনি কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী করেন ( নং ২৭৩৪/২৫/০১/২৩)। মোবাইল ফোন চুরির ঘটনায় বন্দরবাজার এলাকার ফুটওভার ব্রিজের আশাপাশ এলাকার চোর চক্রের ব্যাপারে জানতে চাইলে সূত্র জানায়, এ এলাকায় ১২ জনের একদল চোর সার্বক্ষণিক ছদ্মবেশে ঘোরাফেরা করে। এই ১২ জন পেশাদার চোরের সাথে ৩জন প্রশিক্ষিত শিশুও রয়েছে। তারা ফোন চুরির সাথে সাথে হাত বদল করে করিম উল্লাহ মার্কেটের কয়েকটি দোকানে নিয়ে যায়।
তাদের মূল আস্তানা সিলেট নগরীর কাষ্টঘর এলাকায়। অস্থায়ী আস্তানা বন্দরবাজার ফুটওভার ব্রিজের পশ্চিমে কলেক্টরেট ভবন এলাকা।

সংবাদটি শেয়ার করুন