• ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৩০শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আটক

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৩
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আটক

যুগভেরী ডেস্ক ::: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম।

রোববার (৫ নভেম্বর) রাত ১২টার দিকে তাকে তার বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে আটক করা হয়।

ডিবির গুলশান বিভাগের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বিএনপির প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, রোববার রাত ১২টার পরপরই ১৫/২০ জনের একটি দল গোয়েন্দা পুলিশ পরিচয়ে শামসুজ্জামান দুদুকে তার বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে আটক করে নিয়ে যায়। শামসুজ্জামান দুদুর সঙ্গে তার ব্যবসায়ী ভাগ্নে হাসনাত আশরাফ রবিনকেও নিয়ে যায় পুলিশ। এ সময় গোয়েন্দা পুলিশের সঙ্গে অন্য একটি বাহিনীর সদস্যও ছিল বলে জানান শামসুজ্জামান দুদুর ছোট ভাই অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান।

গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যা এবং অগ্নিসংযোগে সরাসরি জড়িত, পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও নির্দেশদাতাদের গ্রেপ্তারে রাজধানীতে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন