• ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি

দক্ষ হাতে স্কুল পরিচালনা করা হলে শিক্ষার মান উন্নয়ন হবে: মোখলেছুর রহমান কামরান

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৩
দক্ষ হাতে স্কুল পরিচালনা করা হলে শিক্ষার মান উন্নয়ন হবে: মোখলেছুর রহমান কামরান

ফাস্ট স্টেপ ইন্টারন্যাশনাল স্কুলের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন
সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র মোখলেছুর রহমান কামরান বলেছেন, স্কুল জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ স্থান। দক্ষ হাতে স্কুল পরিচালনা করা হলে শিক্ষার মান উন্নয়ন হবে এবং দক্ষ জনশক্তি গড়ে উঠবে। এসময় তিনি সকল অভিভাবকদের তাদের সন্তানের শিক্ষার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান। তিনি শনিবার (২৩ জানুয়ারি) নগরীর ৯নং ওয়ার্ডের আখালিয়া এলাকায় ফাস্ট স্টেপ ইন্টারন্যাশনাল স্কুলের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।  স্কুলের প্রিন্সিপাল মুহিবুল হোসেন চৌধুরী এর সভাপতিত্বে ও আশরাফুল ইসলাম অনি এবং নাফিসা তানজিন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম সুয়েব, স্কুলের পরিচালক জিহান ফেরদৌস, এডভোকেট জুবায়ের আহমদ, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রেবেকা বেগম চৌধুরী, ৩৭, ৩৮ ও ৩৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ফাতেমা বেগম, বি. এস. আই ঢাকা এর সাবেক ভাইস প্রিন্সিপাল গুলশান আরা চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী সাদীকুর রহমান, আব্দুর রশিদ, প্রমুখ। সভাপতির বক্তব্যে ফাস্ট স্টেপ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মুহিবুল হোসেন চৌধুরী বলেন, দক্ষ শিক্ষক-শিক্ষিকার মাধ্যমে মানসম্মত শিক্ষা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এ স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছে। অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং সকল অংশগ্রহনকারীদের সনদপত্র প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন