• ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কুলাউড়া থানার ভুকশিমইল গ্রামে দেশিয় অস্ত্র ও হাতবোমা সহ ১ জন আটক

Daily Jugabheri
প্রকাশিত আগস্ট ২৮, ২০১৮
কুলাউড়া থানার ভুকশিমইল গ্রামে দেশিয় অস্ত্র ও হাতবোমা সহ ১ জন আটক

স্টাফ রিপোর্টার: গত সোমবার (২৭ আগষ্ট) রাত ১০ ঘটিকায় কুলাউড়া থানাধীন ভুকশিমইল কলেজ সম্মুখস্থ আসামীগণের ‘আলি মস্তাছি’ নামক দোকান ঘরে কুলাউড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। উক্ত দোকানে পুলিশ চাউলের বস্তা হইতে দেশিয় ৩টি পিস্তল ও ২টি হাত বোমা উদ্ধার করে। পুুলিশ ঘটনাস্থল হইতে ১ নং আসামী মোহাম্মদ তুহিন মিয়া (২৮), পিতা- মোঃ সফাওত মিয়া, মাতা-মিসেস লায়লা বেগম, সাকিন-ভুকশিমইল, ডাকঘর- ভুকশিমইল, থানা-কুলাউড়া, জেলা মৌলভীবাজারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোহাম্মদ তুহিন মিয়া ও অপর আসামী তায়েফ আহমদ তাহারা আপন দুই ভাই। তাহারা অত্র দোকানে নিত্যপ্রয়োজনীয় মালামাল বিক্রিসহ দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে দেশিয় অস্ত্রের ব্যবসাও করে আসছে। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন যাবৎ দেশিয় অস্ত্রের ব্যবসার সাথে জড়িত এবং পুলিশ তাদেরকে অনেকদিন যাবৎ খুঁজছিল। পরবর্তীতে পুলিশ সোর্স মাধ্যমে আসামীদের অবস্থান জানতে পেরে সাথে সাথে অভিযান চালায় এবং অস্ত্রসহ তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে কুলাউড়া থানার ওসির সাথে কথা বললে তিনি জানান, এ ঘটনায় আরো অনেক জড়িত আছে বলে তিনি মনে করেন। আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে, পরবর্তীতে তা জানিয়ে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন