লিটন শরীফ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :
বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী,সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা সাইফুর রাজা দুলর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন এমপি।
মন্ত্রী এক শোক বার্তায় বলেন, মরহুম বীর মুক্তিযোদ্ধা সাইফুর রাজা দুলুর মৃত্যুতে জাতি হারাল ৭১স্বাধীনতার সংগ্রামের অকুতোভয় একজন বীর সেনানীকে, অপূরনীয় ক্ষতি সাধিত হল বড়লেখা উপজেলা আওয়ামীলীগের পরিবারের। স্বাধীনতা থেকে শুরু করে বিভিন্ন গনতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা এলাকাবাসী আজীবন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বড়লেখা উপজেলার কাঠালতলী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মরহুম সাইফুর রাজা দুলু চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১১নভেম্বর) সিলেটের একটি ক্লিনিকে ইন্তেকাল করেন।( ইন্না –রাজিউন)। মৃত্যকালে স্ত্রী, ২ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।