যুগভেরী রিপোর্ট ::::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগান প্লান্টেশন এলাকা থেকে অজ্ঞাত পরিচয় (২৫) এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার বিকালে লাশ উদ্ধার করা হয়।
দেওড়াছড়া চা বাগান সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে চা শ্রমিকরা ১৬ নম্বর সেকশনে চা পাতা তুলতে গিয়ে দূর থেকে পচা গন্ধ পান। তারা গন্ধের অনুসন্ধান করতে গিয়ে চা প্লান্টেশন এলাকায় ওই নারীর গলিত লাশ দেখতে পায়। পরে বিষয়টি তারা চা বাগান কর্তৃপক্ষের মাধ্যমে কমলগঞ্জ থানাকে জানায়।
এরপর কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে সুরতহাল শেষে নারীর লাশটি উদ্ধার করে।
ওসি জানান, কয়েকদিনের পুরোনো গলিত লাশ এটি। দেহে পোকা ধরে ফেলেছে। তার চেহারা চেনা যায়নি। ফলে এখনও তার নাম-পরিচয় জানা যায়নি।