• ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্র প্রবাসী নাট্যকার বোরহানুদ্দিনের নাটক ”ছলনা” মুক্তি পেল

Daily Jugabheri
প্রকাশিত জুন ২৬, ২০২১
যুক্তরাষ্ট্র প্রবাসী নাট্যকার বোরহানুদ্দিনের নাটক ”ছলনা” মুক্তি পেল

যুক্তরাষ্ট্র সংবাদদাতা :  যুক্তরাষ্ট্র প্রবাসী কথা সাহিত্যিক ও নাট্যকার বোরহানুদ্দিনের জীবনমুখি ও প্রেমের নাটক ছলনা মুক্তি পেয়েছে ‌। রাদ মাল্টিমিডিয়ার লেবেলে নাটকটি রাদ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে ও সিডিতে পাওয়া যাবে দেশের বিভিন্ন বিনোদনের শো রুমে । নুর ই আলম সুমনের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন, চমক তারা, পলাশ লোহ, মিজানুর রহমান, আল মামুন, তন্ময় বিশ্বাস, ইকতা, সাথী ইসলাম প্রমুখ । ঢাকা ও তার আশ পাশের বিভিন্ন লোকেশনে নাটকটি নির্মিত হয়েছে । এ প্রসঙ্গে নাট্যকার বোরহান বলেন, প্রবাসের ব্যসত প্রহরে থেকে চেষ্ঠা করি দেশের প্রবাসের মানুষকে একটু বিনোদনের স্বাদ দিতে । চেষ্ঠা জীবন ও বাস্তবতার কথা তুলে ধরার । সে জন্যই আমার এ পথচলা ।

সংবাদটি শেয়ার করুন