• ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রাখি সাওয়ান্তের সঙ্গে সিনেমা করবেন হিরো আলম!

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৩
রাখি সাওয়ান্তের সঙ্গে সিনেমা করবেন হিরো আলম!

 যুগভেরী ডেস্ক ::: বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্তের সঙ্গে অভিনয় করবেন হিরো আলম। ‘গ্যাংস্টার’ নামের এই সিনেমাটি প্রযোজনা করবেন আরাভ খান। বিষয়টি সংবাদমাধ্যমকে মঙ্গলবার (২৮ নভেম্বর) নিশ্চিত করে হিরো আলম বলেন, আমি বলিউডে কাজ করতে যাচ্ছি। আমার সঙ্গে রাখি সাওয়ান্ত কাজ করবেন। হিরো আলম আরো বলেন, সিনেমাটি নির্বাচনের পর শুটিং শুরু হবে। এই সিনেমাটি বিদেশে শুটিং হবে। বিশেষ করে দুবাই শুটিং হবে। বাংলাদেশেসহ আরও বেশ কয়েকটি দেশে মুক্তি পাবে। এদিকে হিরো আলম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। এতে রাখি সাওয়ান্ত ও হিরো আলমকে একসঙ্গে দেখা যায়। যেখানে চিৎকার করে রাখি বলেন, দেখো সালমান ভাই, বলিউডে নতুন নায়ক নিয়ে আসছি। ওই ভিডিওতে আরাভ খান বলেন, আলমকে নিয়ে আমি বলিউডে সিনেমা বানাবো। যত টাকা লাগে আমি দেব। ভারত, দুবাই ও বিশ্বের বিভিন্ন দেশে এর শুটিং হবে। বর্তমানে হিরো আলম সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। সেখানে আরাভ খানের একটি মোবাইল ফোনের শোরুম উদ্বোধন করেছেন।

সংবাদটি শেয়ার করুন