• ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ব্ল্যাকমেইলের শিকার হতে হয়েছে আমাকে : চিত্রনায়িকা পরীমনি

Daily Jugabheri
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৩
ব্ল্যাকমেইলের শিকার হতে হয়েছে আমাকে : চিত্রনায়িকা পরীমনি

বিনোদন ডেস্ক ::: ::: ১৮ই সেপ্টেম্বর শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। সেই লেটারটি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তবে এ নিয়ে কথা বলেননি পরীমনি। নিজের মুঠোফোনটিও বন্ধ রেখেছিলেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জানিয়েছেন ডিভোর্সের কারণও। পরীমনি লিখেন, সরি বলা, না খেয়ে থাকা, পা ধরে- ‘মাফ করে দাও আর হবে না’, এমনকি সুইসাইডের মতো হুমকিতেও ব্ল্যাকমেইলের শিকার হতে হয়েছে আমাকে! একই রকম ভুলের ক্ষমা কতোবার করা যায়, আমি জানি না। আমি শুধু সব ভুলে সুন্দর স্বাভাবিক একটা পারিবারিক সম্পর্ক চেয়েছিলাম। কিন্তু সে কখনোই এই সম্পর্কটাকে ওউন করেনি। সবার সামনে আমার বউ, আমার বাচ্চা করে বেড়ানো ভয়ঙ্কর মানুষ একজন।
বিজ্ঞাপন
যে কিনা এই সম্পর্কটাকে শুধু নিজের স্বার্থে ইউজই করে গেল প্রতিনিয়ত! পরী আরও বলেন, আমি এমন ভয়ঙ্কর একজন মানুষকে বার বার সুযোগ দিয়েছি। সে-ও সুযোগ পেতো কারণ আইনগতভাবে তার সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদ হয়নি। এসবে বার বার আমি অসম্মানিত হয়েছি। আমি তাকে অফিসিয়ালি ডিভোর্স দিয়েছি। এটাও তাকে আমার এক প্রকার ক্ষমা করে দেয়া। না হয় আমার সঙ্গে যে অন্যায়গুলো করেছে, তাতে তার জেল হওয়ার কথা। এ নায়িকা আরও বলেন, আমার ছেলের যাবতীয় খরচ, মানে ভরণ-পোষণ থেকে আগামীতে পড়াশোনা যা কিছু আছে, সব আমি বহন করবো। এতদিন যেভাবে করেছি। বাচ্চার ফুল গার্ডিয়ানশিপ এখন তার মায়ের। এ বিষয়ে যা কিছু বলার আমার আইনজীবীরা বলবেন। উল্লেখ্য, মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ই অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। গেল বছরের ১০ই আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্র শাহীম মুহাম্মদ রাজ্য।

সংবাদটি শেয়ার করুন