• ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারের জুড়ি থেকে ৫ শিবির নেতাকর্মী গ্রেফতার

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ৮, ২০১৩

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জুড়ি এলাকা থেকে ৫ শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ৭ জানুয়ারী ২০১৩ দুপুর ২ টার দিকে জুড়ি নিউ মার্কেটের সামন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন- মৌলভীবাজার জুড়ি উপজেলার শিবির কমিটির সভাপতি এ এম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শিবিরকর্মী তোফায়েল আল আমিন চৌধুরী, সাব্বির আহমদ ও আবু ইউসুফ। পুলিশ সূত্রে জানা গেছে, ৭ জানুয়ারী ২০১৩ দেলোয়ার হোসেন সাঈদীর সুষ্ঠু ও নিরপেক্ষ রায়ের দাবিতে জোহরের নামাজের পর জুড়ি উপজেলা কমিটির সভাপতি এ এম সাইফুল ইসলাম এর নেতৃত্বে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করা হয়। তাদের মিছিলটি নিউ মার্কেটের সামনে এসে পৌঁছিলে পুলিশ বাঁধা দেয় এবং মিছিলে লাটিচার্জ করে। একপর্যায়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।  এ সময় মিছিল থেকে পুলিশ শিবিরের ৫ জন নেতাকর্মীকে গ্রেফাতর করে থানায় প্রেরণ করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

সংবাদটি শেয়ার করুন