• ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আহাদের ইন্তেকাল, দফন সম্পন্ন : বিভিন্ন মহলে শোক

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ৩, ২০২০
যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আহাদের ইন্তেকাল, দফন সম্পন্ন : বিভিন্ন মহলে শোক

সিলেট নগরীর দক্ষিণ সুরমার স্টেশন রোডের গ্রীন মার্কেটের সাবেক ব্যবসায়ী, খোজারখলা ইমাম বাড়ী নিবাসী মরহুম আব্দুল হান্নানের ২য় পুত্র যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আহাদ ৩ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে সহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মঙ্গলবার বাদ আছর খোজারখলা মার্কাজ জামে মসজিদে নামাজে জানাযার অনুষ্ঠিত হয়। পরে মরহুমের লাশ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাযায় এলাকার সর্বস্তরের মুসল্লিগণ অংশ গ্রহণ করেন।

শোক প্রকাশ
যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আহাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কাউন্সিলর এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক মোঃ কাপ্তান হোসেন, যুক্তরাজ্য জিয়া পরিষদের আহবায়ক মহিউদ্দিন আলমগীর, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কয়েছ, খোজারখলা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আজমল আলী মেম্বার, সিলেট কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম, মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক লোকমান আহমদ, বরইকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম বাচ্চু, ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুতাহির আলী মাখন, খোজারখলা আদর্শ সমাজকল্যাণ সংস্থার সাবেক সভাপতি ইকবাল কামাল, যুক্তরাষ্ট্রের মিশিগান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মুর্শেদ, সিলেট জেলা যুবদল নেতা সাহেদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ নেতৃবৃন্দ।
পৃথক পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন