• ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

করোনায় কোম্পানীগঞ্জের এক ব্যক্তির মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ১১, ২০২০
করোনায় কোম্পানীগঞ্জের এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কোম্পানীগঞ্জ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুন্দর আলী (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ২৫ মিনিটে সিলেট নগরীর মাউন্ট এডোরা হসপিটালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছে মাউন্ট এডোরা হসপিটালের আইসোলেশন বিভাগের কর্মকর্তারা। তিনি উপজেলার জালিয়ারপাড় গ্রামের মৃত রহিম উল্লাহ পুত্র।
জানা যায়, সুন্দর আলী বেশ কয়েকদিন থেকে অসুস্থ হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন৷ তিনি ফুসফুসে ক্ষতসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মাউন্ট এডোরা হসপিটালের আইসোলেশন সেন্টারের কর্তব্যরত মোঃ মাশরূর জানান, সুন্দর আলী করোনা পজিটিভ ছিলেন। তাকে আইসোলেশনে রাখা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য এ নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মোট তিন জন মারা গেছেন।

সংবাদটি শেয়ার করুন